ট্রাম্পের জয়, বাড়লো ডলার-বিটকয়েনের দাম


October 2/1-1730961179.webp

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে নিজেকে জয়ী ঘোষণা করেছেন তিনি। এদিকে তার এই জয়ের খবরে বিশ্ববাজারে বেড়েছে ডলার ও কিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম। 

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জয়ী হওয়ায় ডলার ও কিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম বেড়েছে। যা আট বছরের মধ্যে মার্কিন ডলারের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি এবং বিটকয়েনের দামও এযাবৎকালের সর্বোচ্চ উচ্চতায় উঠেছে।

মার্কিন নির্বাচনের ফলাফল প্রকাশ ও ডোনাল্ড ট্রাম্প জয়লাভে শেয়ার ও মুদ্রাবাজারে যা ঘটল।

১. যুক্তরাষ্ট্রের বিভিন্ন শেয়ার সূচক বেড়েছে, বিশেষ করে ব্যাংকের শেয়ার ভালো করেছে।

২. পাউন্ড, ইয়েনসহ বিভিন্ন বড় মুদ্রার বিপরীতে ডলারের দর বেড়েছে ১ দশমিক ৬৫ শতাংশ। বিশেষ করে ডলারের বিপরীতে পাউন্ডের দরপতন হয়েছে ১ দশমিক ১৬ শতাংশ, গত ৮ মাসের মধ্যে যা সর্বোচ্চ।
 
৩. যুক্তরাজ্যের সবচেয়ে বড় কোম্পানিগুলোর সূচক এফটিএসই ১০০ দিনের শুরুতে বেড়ে যায়, যদিও দিন শেষে তা কিছুটা কমেছে।
 
৪. ডলারের বিপরীতে ইউরোর দরপতন হয়েছে ১ দশমিক ৮৯ শতাংশ, গত জুন মাসের পর যা সর্বনিম্ন।

৫. জাপানের বাজারে প্রধান সূচক নিক্কি ২২৫ সূচক বেড়ে হয়েছে ২ দশমিক ৬ শতাংশ। এটি জাপানি অর্থনীতির জন্য ইতিবাচক।

৬. চীনের মূল ভূখণ্ডে সাংহাই কম্পোজিট ইনডেক্স অবশ্য কিছুটা কমেছে। হংকংয়ের হ্যাং সেং সূচক কমেছে ২ দশমিক ২৩ শতাংশ।

যে কারণে বিটকয়েনের দাম বাড়ছে

কিপ্টোকারেন্সি বিটকয়েন নিয়ে জো বাইডেনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মনোভাব পরস্পর বিরোধী। বাইডেন বিভিন্ন ক্রিপ্টো কোম্পানির বিরুদ্ধে দমন-পীড়ন চালালেও ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বের বিটকয়েন সুপারপাওয়ার’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। এমনকি মার্কিন নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (SEC) প্রধান গ্যারি জেনসলারকে বরখাস্ত করতে পারেন বলে হুমকি দেন। গ্যারি জেনসলার বেশ কয়েকটি ক্রিপ্টো কোম্পানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×