গুরুতর ঘটনা/নেতানিয়াহুর বাড়ির কাছে দুইটি অগ্নিকান্ড
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০২:৪২ পিএম, ১৭ নভেম্বর ২০২৪
ইসরাইলের কেন্দ্রীয় শহর সিজারিয়ার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনের কাছে দুইটি অগ্নিকান্ড ঘটেছে। নিরাপত্তা সংস্থাগুলো ঘটনাটিকে ‘গুরুতর’ অভিহিত করেছে। শনিবার (১৬ নভেম্বর) এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সংবাদ এএফপির।
পুলিশ ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের যৌথ বিবৃতি থেকে জানা যায়, ‘প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরের প্রাঙ্গণে দুইটি অগ্নিকান্ড ঘটেছে। ‘ঘটনার সময় প্রধানমন্ত্রী ও তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। ঘটনাটি ‘গুরুতর ও বিপজ্জনক’ অভিহিত করে এর তদন্ত করা হচ্ছে।
ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ ঘটনার নিন্দা করেছেন ও জনসাধারণের ওপর সহিংসতা বৃদ্ধির বিরুদ্ধে সতর্ক করেছেন।
হারজোগ এক্সে পোস্টে বলেন, ‘আমি এখন শিন বেতের প্রধানের সাথে কথা বলেছি এবং যথা শিগগির সম্ভব ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করতে তদন্ত ও জরুরি ভিত্তিতে মোকাবিলার ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার কথা বলেছি।’
এ অগ্নিকাণ্ডের জন্য কারা দায়ী তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর পূর্বে গেল ১৯ অক্টোবর প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলার পর এই ঘটনা ঘটলো। ওই ড্রোন হামলায় ইরান-সমর্থিত হিজবুল্লাহ দায়ী বলে দাবি করা হয়। নেতানিয়াহু সে সময় হিজবুল্লাহর বিরুদ্ধে তাকে ও তার স্ত্রী খুনের চেষ্টার অভিযোগও আনেন।
গেল ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ইসরাইল বোমা হামলা বাড়িয়েছে ও পরে স্থল বাহিনী পাঠায়। এর পূর্বে গাজায় যুদ্ধে হামাসের হিজবুল্লাহ গোষ্ঠী এক বছর ধরে ইসরাইলের সাথে আন্তঃসীমান্ত গুলি বিনিময় চালিয়ে যায়।
হাইফা নগরী থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে সিজারিয়া এলাকাটিকে হিজবুল্লাহ নিয়মিত লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে।
ইসরাইলের সামরিক বাহিনী জানায়, শনিবারের (১৬ নভেম্বর) ভোরে হিজবুল্লাহর ‘ভারী গুচ্ছ রকেট হামলা হাইফার এক উপাসনালয়ে আঘাত হানলে এতে দুই ব্যক্তি আহত হয়।
সেনাবাহিনী বলেছে, ‘তারা লেবানন থেকে ইসরাইলে ঢুকা প্রায় দশটি প্রজেক্টাইলের কয়েকটিকে বাধা দিয়েছে।’
ইসরাইলের উত্তরে হাইফা এলাকায় নৌ ঘাঁটিসহ সামরিক স্থানগুলো লক্ষ্যবস্তু করে বেশ কয়েকটি রকেট হামলা চালিয়েছে বলে হিজবুল্লাহ দাবি করেছে।