যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা


2024-Novemer 18/Ucrain attack Rasia.jpg

যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন। তবে, এ হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। সংবাদ বিবিসির।

Your Image

ইউক্রেনকে এ ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার জন্য যুক্তরাষ্ট্রর সবুজ সংকেত দেওয়ার মাত্র এক দিন পরই এ হামলা চালানো হয়।

বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা পাঁচটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। এর মধ্যে একটি নিষ্ক্রিয় করা হয়েছে। এর ধ্বংসাবশেষের কারণে ওই এলাকার সামরিক স্থাপনায় আগুন লেগেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেন ‘আর্মি ট্যাকটিকেল মিসাইল সিস্টেম’ (এটিএসিএমএস নামে পরিচিত) ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এ হামলা চালায় বলে জানিয়েছে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে আরো জানানো হয়েছে, একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে ধরা আগুন দ্রুত নিভে যায়। কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ইউক্রেনের সামরিক বাহিনী এর পূর্বে নিশ্চিত করেছিল, তারা রাশিয়ার ব্রায়ান্সক অঞ্চলে হামলা চালিয়েছে। তবে, তাতে এটিএসিএমএসের ব্যবহার করা হয়েছে কিনা তা জানায় নি।

কারাচেভ শহরের কাছে সীমান্ত থেকে ১০০ কিলোমিটারের মধ্যে একটি ডিপোতে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। এতে ১২টি বিস্ফোরণ ঘটেছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×