ইসরাইলকে ‘জবাব’ দেয়ার প্রস্তুতি ইরানের


November 25/Ali.jpg
আলী লারিজানি

ইসরাইলের হামলার সমুচিত জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি এ কথা জানিয়েছেন। সংবাদ ইরনার।

Your Image

রোববার (২৪ নভেম্বর) ইরানের বার্তা সংস্থা ‘তাসনিম নিউজ’-এ লারিজানির একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। ঐ সাক্ষাৎকারেই তিনি এ কথা জানিয়েছেন।

আলি লারিজানি বলেন, ‘ইহা এমন একটি ঘটনা, আমাদের সৈন্যদের সঠিক সিদ্ধান্ত নেয়ার অনুমতি দেয়া উচিত। আমি জানি, তারা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে একাধিক উপায় নিয়ে ভাবছে। বিষয়টি ইরানের জাতীয় স্বার্থের সঙ্গে সম্পর্কিত। তাই, এই বিষয়ে ব্যাপক সতর্কতার সঙ্গে আগানো হচ্ছে।’

গাজা ও লেবানন যুদ্ধের মধ্যে গেল এপ্রিল মাস থেকে ইরান ও ইসরাইলের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে। এরই ধারাবাহিকতায় গেল ১ অক্টোবর ইসরাইলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই হামলায় ইরান প্রায় ২০০টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।

উত্তরে গেল ২৬ অক্টোবর ইরানে আচানক হামলা চালায় ইসরাইলের বাহিনী। এই হামলায় রাজধানী তেহরানসহ দেশটির কয়েকটি প্রদেশের সামরিক স্থাপনা টার্গেট করা হয়েছিল। এই হামলায় ইসরাইলের বাহিনী শতাধিক যুদ্ধবিমান ব্যবহার করে।

ইসরাইলের সেই হামলার পাল্টা উত্তর দেয়ার অঙ্গীকার আগেই করেছিল ইরান। এবার তারা সেই প্রস্তুতিই নিচ্ছে। তবে, ইরান ঠিক কী প্রস্তুতি নিচ্ছে সে বিষয়ে বিস্তারিত বলেননি লারিজানি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×