ইতিহাসে সকলকে ছাপিয়ে ইলন মাস্কের নয়া রেকর্ড, নেপথ্যে কী
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৮:১২ পিএম, ২৫ নভেম্বর ২০২৪
টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক নয়া এক মাইলফলক স্পর্শ করে ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে গেছেন। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ এখন ৩৪৮ বিলিয়ন ডলার (৩৪ হাজার ৮০০ কোটি ডলার)। ইলন মাস্কের এই সম্পদ বাড়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দর বেড়ে যাওয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের দাপুটে জয়ের পর ঘনিষ্ঠমিত্র ইলন মাস্কের টেসলার শেয়ারের দামে তীব্র ঊর্ধ্বগতি দেখা দেয়। সংবাদ জিও নিউজ টিভির।
নির্বাচনের পর থেকে টেসলার শেয়ারের মূল্য প্রায় ৪০ শতাংশ বেড়ে যায় এবং সর্বশেষ শুক্রবার (২২ নভেম্বর) এক দিনে তিন দশমিক আট শতাংশ বেড়ে গিয়ে প্রতি শেয়ারের দাম ৩৫২ দশমিক ৫৬ ডলার ছুঁয়েছে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। এক দিনেই মাস্কের সম্পদ সাত বিলিয়ন ডলার বেড়েছে, যা তার মোট সম্পদকে পূর্বের রেকর্ড ৩২০ দশমিক তিন বিলিয়ন ডলারকে ছাপিয়ে গেছে। এই রেকর্ডটি তিনি টেসলার মহামারি-পরবর্তী উত্থানের সময় ২০২১ সালের নভেম্বরে করেছিলেন।
ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক: ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের ঘনিষ্ঠ সম্পর্ক এবং প্রো-বিজনেস নীতিমালা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়িয়েছে। মাস্ক ট্রাম্পের প্রচারণায় ১০০ মিলিয়ন ডলার খরচ করেছেন।
ট্রাম্প প্রশাসনের অধীনে তিনি নতুন প্রতিষ্ঠিত ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিশিয়েন্সি’ -এর চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন। এ সাফল্য ইলন মাস্ককে ইতিহাসের ধনী ব্যক্তিদের মধ্যে শীর্ষে নিয়ে এসেছে, এমনকি আগেকার রেকর্ডধারীদেরও ছাপিয়ে গেছেন। তার সম্পদ বাড়ার গল্প প্রযুক্তি ও ব্যবসায় জগতে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে।