ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে বেশ উতলা ট্রাম্প


November 25/Trump Ucrain Rasia.jpg
ডোনাল ট্রাম্প

ইউক্রেন ও রাশিয়ার প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধে বিভিন্ন অস্ত্রের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত ৪৭তম প্রেসিডেন্ট ট্রাম্প বেশ চিন্তিত বলে জানিয়েছেন তার মনোনীত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টস। সংবাদ স্কাই নিউজের।

Your Image

রোববার (২৪ নভেম্বর) ‘ফক্স নিউজ সানডে’ টেলিভিশন অনুষ্ঠানে তিনি বলেন, ‘যুদ্ধের ময়দানে রাশিয়ার অগ্রগতি আটকাতে প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে ল্যান্ড মাইন ব্যবহার করার যে অনুমতি দিয়েছেন, তার ফলে পূর্ব ইউক্রেনের লড়াই ‘প্রথম বিশ্বযুদ্ধের ট্রেঞ্চ যুদ্ধের মত হয়ে গেছে।’

এই সংঘাত নিরসনে একটি সার্বিক কাঠামোগত সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করেন ট্রাম্প। 

এ দিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গেল সপ্তাহে বলেছেন যে, ‘যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য অ্যানটি-পারসোনেল মাইন পাঠাচ্ছে। কারণ, যুদ্ধের প্রধান রণাঙ্গন পূর্ব ইউক্রেনে লড়াইয়ের ধরন পাল্টে গেছে।’

তিনি বলেন, ‘সাঁজোয়া যানের ভেতরে সুরক্ষিত সেনা নয়, এখন রাশিয়ার পদাতিক বাহিনী রাশিয়ার অভিযানের অগ্রভাবে আছে। কাজেই ইউক্রেনের ‘এমন জিনিস প্রয়োজন যা দিয়ে তাদের গতি কমিয়ে দিতে পারবে।’

আগামী বছরের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। এ ধ্বংসযজ্ঞ নিয়ে তিনি বেশ উতলা বলে জানিয়েছেন ওয়াল্টজ।

তিনি বলেন, ‘মোটা দাগে যে প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল, ‘আমরা কীভাবে শান্তি নিয়ে আসব এবং কীভাবে আগ্রাসন নিরুৎসাহিত করার জন্য ডেটারেন্স পুনঃপ্রতিষ্ঠা করব?’ 

এই যুদ্ধের একটি দায়িত্বশীল সমাপ্তি টানা দরকার বলেও মনে করেন তিনি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×