ইসরায়েলি হামলায় গাজা-লেবাননে প্রাণহানি ৪৮ হাজার ছাড়িয়ে


News Defalt/gaza_20241126_073334790.jpg

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা ও লেবাননে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা অব্যাহত আছে। দখলদার দেশটির হামলায় সোমবার লেবাননে আরও ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এছাড়া গাজাতেও নতুন করে প্রাণহানির খবর এসেছে। এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এই দুই দেশে নিহতের সংখ্যা ৪৮ হাজার ছাড়িয়ে গেছে। খবর আল জাজিরার।

Your Image

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। হামলায় বিধ্বস্ত স্থাপনার নিচে এখনো অনেকে আটকা পড়েছেন। তাদের উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

অন্যদিকে গাজা শহরে ইসরায়েলি হামলায় ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ওয়াফা নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাঞ্চলীয় শহরটিতে তিনটি মারাত্মক ইসরায়েলি হামলা হয়েছে। আজ-জারকা এলাকায় হামলায় নারী ও শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এছাড়া গাজা শহরের শাতি শরণার্থী শিবিরে হামলায় তিনজন এবং জেইতুন এলাকায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। এতে ১ হাজার ১৩৯ জন নিহত হয়। জিম্মি করা হয় দুই শতাধিক মানুষকে।

হামাসের হামলার জবাবে ওইদিন থেকেই অবরুদ্ধ গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। ২৩ লাখ বাসিন্দার এই উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় সাড়ে ১৩ মাসেরও বেশি সময়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ২৩৫ জনে। আহতের সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ চার হাজার ৬৩৮ জনে।

গাজার পাশাপাশি লেবাননেও ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গতকাল সোমবার পর্যন্ত লেবাননে হামলায় ৩ হাজার ৭৬৮ জন নিহত হয়েছেন। যাদের অর্ধেকই নারী ও শিশু। আহত হয়েছেন ১৫ হাজার ৬৯৯ জন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×