চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে যা বলল ভারত
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৩:২৬ পিএম, ২৬ নভেম্বর ২০২৪
বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ইসকনের এই নেতাকে নিয়ে বলেছে, “শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও তাকে জামিন না দেওয়ার বিষয়টি নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। যিনি বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র। বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুর ওপর উগ্রবাদীদের একাধিক হামলার পর এই ঘটনা ঘটল। বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়ি, ব্যবসায় প্রতিষ্ঠান, চুরি, ভাঙচুর ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে।’
প্রসঙ্গত, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গেল ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চেরও মুখপাত্র। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে। এরপর গেল ৩০ অক্টোবর চিন্ময় দাসসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। চট্টগ্রাম সিটির কোতোয়ালি থানায় সেই মামলা করেন ফিরোজ খান নামের ব্যক্তি। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এই মামলা করা হয়। এই ঘটনায় আগেই দুইজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের নাম রাজেশ চৌধুরী ও হৃদয় দাস।