চিন্ময়ের গ্রেফতারে বাংলাদেশে ভারতের পণ্য রপ্তানি বন্ধের হুঁশিয়ারি বিজেপির


November 25/Chinmoy kolkata protest.webp

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের সাবেক অধ্যক্ষ চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে বিক্ষোভ করেছেন বিজেপি বিধায়করা। 

Your Image

মঙ্গলবার (২৬ নভেম্বর) পশ্চিমবঙ্গ বিধানসভা প্রাঙ্গণে পোস্টার হাতে এ বিক্ষোভ হয়। 

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতীকী বিক্ষোভ মিছিলে অংশ নেন ৫০ জনের বেশি বিজেপি বিধায়ক। এ সময় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্রে মুক্তির দাবি করেন তারা

শুভেন্দু অধিকারী মিছিল শেষে সংবাদ মাধ্যমকে বলেন, ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে জামিন দিতে হবে, তা না হলে ভারতে থেকে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ করে দেওয়া হবে।’

আগামী রোববারের মধ্যে সমস্যার সমাধান না হলে সোমবার থেকে পেট্রাপোল বন্ধের হুঁশিয়ারিও দেন তিনি। 

শুভেন্দু অধিকারী আরো বলেন, ‘আজ বিকালে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে দক্ষিণ কলকাতার বেহালায় একটি মশাল মিছিল আয়োজন করা হয়েছে। পাশাপাশি কাল (২৭ নভেম্বর) বুধবার বিকাল তিনটায় কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার অফিসে যাবেন বিজেপির বিধায়করা। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে হিন্দু সন্ন্যাসীদের নিয়ে একটি মিছিল করা হবে কলকাতায়।’ 

যতক্ষণ না সনাতনী জাগরণ জোটের মুখপাত্রকে ছাড়া হচ্ছে, ততক্ষণ জোরদার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×