ব্যাপক ধরপাকড় ও আটক: বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করল ইমরান খানের পার্টি


November 25/Imran Pakistan.jpg

প্রচুর ধরপাকড় ও আটকের জেরে ইসলামাবাদে প্রায় তিন দিন ধরে চলা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে ইমরান খানের পার্টি পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)। দলটির কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে দেয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

Your Image

বুধবার (২৭ নভেম্বর) প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ।
 
পিটিআইয়ের বিবৃতিতে বলা হয়, `নিষ্ঠুর-নির্মম মনোভাব x নিরস্ত্র জনগণকে হত্যার মাধ্যমে রাজধানীকে কসাইখানা বানানোর যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার, তার জেরেই আমরা সাময়িকভাবে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি স্থগিত ঘোষণা করছি।’
 
পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশনা অনুযায়ী, পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
 
সাবেক প্রধানমন্ত্রী ও দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ ও সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে রোববার (২৪ নভেম্বর) ইসলামাবাদ অভিমুখে রওনা দেন পিটিআইয়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা। মঙ্গলবার (২৬ নভেম্বর) তারা ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকা ডি-চকে এসে পৌঁছে বিক্ষোভ-প্রতিবাদ শুরু করেন।
  
ইসলামাবাদে পুলিশ ও পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্সের সংঘাত শুরু হয় তাদের। এতে পুলিশ-রেঞ্জার্স এবং পিটিআইয়ের মোট ছয়জন নিহত হন বলে দাবি করেছেন সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবশ্য আগে থেকেই রাজধানীতে সেনা মোতায়েন করেছিল সরকার। পিটিআইয়ের যে কোন কর্মী-সমর্থককে দেখামাত্র গুলি করার নির্দেশও দেয়া হয়েছিল। তবে, সেনা বাহিনী গুলি চালিয়েছে- এমন সংবাদ পাওয়া যায়নি।
 
তবে, ইসলামাবাদের রেড জোন এবং ডি চকে পৌঁছানোর পর পুলিশ, রেঞ্জার্স ও সেনা সদস্যদের হাতে প্রচুর ধরপাকড়ের শিকার হন পিটিআইয়ের নেতাকর্মীরা। এই ধরপাকড়ের এক পর্যায়ে ঘটনাস্থল থেকে ‘পালিয়ে যান’ এই আন্দোলন কর্মসূচির শীর্ষ দুই নেতা খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপোর ও ইমরান খানের স্ত্রী বুশরা বিবি।
  
পরে মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ জানান, ইসলামাবাদের বিক্ষোভ কর্মসূচি থেকে পিটিআইয়ের পাঁচ শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×