চিন্ময় দাসের মুক্তি দাবি; পেট্রাপোল সীমান্ত অবরোধের হুমকি বিজেপির নেতার
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৮:৫৯ পিএম, ২৭ নভেম্বর ২০২৪
বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে পেট্রাপোল সীমান্তে অবরোধের হুমকি দিয়েছেন বিজেপির বিধায়ক ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি বলেছেন, ‘আগামী রোববারের মধ্যে চিন্ময় দাসকে মুক্তি দেওয়া না হলে, আগামী সোমবার থেকে ভারত-বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল সীমান্তে অবরোধ শুরু করবে বিজেপি। ওই দিন সকাল দশটা থেকে পেট্রাপোল স্থলবন্দরে ভারত থেকে বাংলাদেশগামী সব পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করা হবে। আমি নিজে তার নেতৃত্ব দেব। যদিও সেক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে যাত্রীবাহী বাসকে।’
বুধবার (২৭ নভেম্বর) কলকাতাস্থ ডেপুটি হাইকমিশন ঘেরাও কর্মসূচি শেষে এমন হুঁশিয়ারি দেন বিজেপির এই নেতা।
শুভেন্দু অধিকারী বলেন, ‘আমাদের প্রত্যেকের সঙ্গে বাংলাদেশের বহু মানুষের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। আমরা এর আগে মুজিবুর রহমানের সরকার দেখেছি আওয়ামী লীগ, বিএনপি, হুসেইন মোহাম্মদ এরশাদের সরকার দেখেছি। কিন্তু, এ রকম ভারতবিদ্বেষী মনোভাব বা হিন্দু প্রচারকদের মিথ্যে মামলা দিয়ে জেলে পাঠানো- এই জিনিস আমরা বিগত দিনে দেখিনি।’
হুঁশিয়ার উচ্চারণ করে শুভেন্দু বলেন, ‘এনাফ ইজ এনাফ। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে কোন অভিযোগ নেই বা অভিযোগ প্রমাণিত হয়নি। তিনি বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ধর্মালম্বী প্রচারক। বাংলাদেশের পতাকা কাঁধে নিয়ে তিনি সেদেশের মুক্তিযুদ্ধের পক্ষে স্লোগান তুলেছিলেন। তাই তাকে যেভাবে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনাই পরিষ্কার যে, সেখানে সম্পূর্ণভাবে মৌলবাদী পদধ্বনি শোনা যাচ্ছে।’
পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে ভিসা বন্ধের দাবি তুলে বিজেপির এ বিধায়ক বলেন, ‘আগামী দিনে কলকাতার সেক্টর ফাইভে বাংলাদেশের ভিসা সেন্টারে গিয়ে বিক্ষোভ দেখানো হবে। পাশাপাশি এক্সপোর্ট-ইমপোর্ট পারমিট দেওয়া বন্ধ করা উচিত।’
এ দিকে, বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘বাংলাদেশে যেভাবে সনাতনীদের উপর আক্রমণ চলছে, তার জন্য প্রয়োজনে কলকাতায় আগুন জ্বালানো হবে!’ অগ্নিমিত্রা পাল হচ্ছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক ও বিজেপি মহিলা মোর্চার পশ্চিমবঙ্গ ইউনিটের সভাপতি।
চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বুধবার (২৭ নভেম্বর) স্মারকলিপি দিয়েছে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আট সদস্যের বিধায়কদের একটি প্রতিনিধি দল বুধবার (২৭ নভেম্বর) বিকালে মিশনে আসেন। শুভেন্দু ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন শঙ্কর ঘোষ, শিখা চ্যাটার্জি, দীপক বর্মন, বুধরাই টুডু, অশোক কীর্তনীয়া, সুব্রত ঠাকুর ও নিখিল রঞ্জন দে।
বিজেপির প্রতিনিধি দলটি দেখা করেন দূতাবাস প্রধান সিকদার মোহাম্মদ আশরাফুর রহমানের সঙ্গে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মিশনের কাউন্সেলর (কনস্যুলার) এএসএম আলমাস হোসেন, প্রথম সচিব (রাজনৈতিক) তুসিতা চাকমা। প্রতিনিধি দলের বিভিন্ন বক্তব্য গুরুত্ব দিয়ে শোনেন মিশনের কর্মকর্তারা।
বিজেপি প্রতিনিধি দলের কর্মসূচিকে ঘিরে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে লক্ষ্য রেখে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।