বরফের নিচে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি!
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৯:১৫ পিএম, ২৭ নভেম্বর ২০২৪
নাসার বিজ্ঞানীরা গেল এপ্রিলে গ্রিনল্যান্ডের বরফের নিচে এক বিস্ময়কর গোপন সামরিক ঘাঁটির সন্ধান পেয়েছেন। ‘ক্যাম্প সেঞ্চুরি’ নামক ওই ঘাঁটি বরফের ১০০ ফুট গভীরে চাপা পড়ে গেছে। ১৯৫৯ সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এটি প্রতিষ্ঠা করে। ‘প্রজেক্ট আইসওয়ার্ম’ নামের গোপন পরিকল্পনা বাস্তবায়নে এ ঘাঁটি গড়ে তোলা হয়েছিল। সংবাদ ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিংয়ের।
সাবেক সোভিয়েত ইউনিয়নের সাথে শীতল যুদ্ধ চলাকালে এ ঘাঁটিতে বরফের নিচে প্রস্তুত রাখা হয়েছিল পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র। ২১টি সুড়ঙ্গ নিয়ে নয় হাজার ৮০০ ফুট এলাকায় বিস্তৃত ছিল ক্যাম্প সেঞ্চুরি। এটি ছিল এক অসাধারণ সামরিক ঘাঁটি।
এ ঘাঁটির পরিবেশ ছিল একেবারেই ভিন্ন। সেখানে তাপমাত্রা ৫৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেত; কখনও কখনও বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৩ কিলোমিটার। ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ২০০ সৈন্য থাকতেন।
১৯৬৭ সালে বন্ধ হয়ে যাওয়া ঘাঁটিটি বরফের কারণে দীর্ঘ স্থায়ী হয়নি। এ সময় ৪৭ হাজার গ্যালন পরমাণু বর্জ্যও জমা হয়, যা এখনও বরফের নিচে রয়েছে। এ কারণে গ্রিনল্যান্ডের এ বরফ গলে গেলে তা পরিবেশের জন্য ক্ষতির কারণ হতে পারে।
নাসার উন্নত রাডার প্রযুক্তি ইউএভিএসএআর ব্যবহার করে ক্যাম্প সেঞ্চুরির বিস্তারিত ছবি তোলা হয়। এ প্রযুক্তি বরফের নিচের গঠন ও বস্তুর পরিষ্কার নকশা তৈরি করতে সক্ষম। ক্যাম্প সেঞ্চুরি তার গোপন প্রকল্পের কারণে শীতল যুদ্ধের ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় হয়ে রয়ে গেছে।