ইসরায়েলি হামলায় গাজায় আরও ৩৩ ফিলিস্তিনি নিহত
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১০:২১ পিএম, ২৮ নভেম্বর ২০২৪
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় সর্বশেষ গত মঙ্গলবার ২৪ ঘণ্টায় আরও ৩৩ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ১৩৪ জন।
বুধবার (২৭ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মঙ্গলবারের হতাহতের ঘটনার পর গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ২৮২ জনে। এছাড়াও মোট আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৪ হাজার ৮৮০ জনে।
“তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।”
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে দখলদার ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
জাতিসংঘের মতে, ইসরায়েলের আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।