যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ভারতীয় শিক্ষার্থী নিহত
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৮:৩৭ পিএম, ০১ ডিসেম্বর ২০২৪
যুক্তরাষ্ট্রে ফের ভারতীয় শিক্ষার্থী হত্যার ঘটনা ঘটেছে। দেশটির শিকাগো শহরের একটি পেট্রোল পাম্পে বন্দুকধারীদের গুলিতে তেলেঙ্গানার এক ছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (২৯ নভেম্বর) এই ঘটনা ঘটে। সংবাদ এনডিটিভি, ইন্ডিয়া টুডের।
নিহত শিক্ষার্থীর নাম সাই তেজা নুকারপু। তার বয়স ২২ বছর। তিনি একজন শিক্ষার্থী ও পড়াশোনার পাশাপাশি ওই পেট্রোল পাম্পে চাকরি করতেন।
এসব তথ্য জানিয়েছেন ভারত রাষ্ট্র সমিতির ( বিআরএস) নেতা মধুসূদন ঠাঠা।
মধুসূদন ঠাঠা জানিয়েছেন, তিনি তেলঙ্গানার খাম্মাম জেলার কাছে তাদের বাড়িতে গিয়েছিলেন এবং সাইয়ের বাবা-মার সঙ্গে দেখা করেছেন। তার বাবা-মা জানিয়েছে যে, সাইকে যখন গুলি করা হয় তখন তিনি ডিউটিতে ছিলেন না। বরং, একজন বন্ধুকে সাহায্য করার জন্য সেখানে ছিলেন, যিনি তাকে থাকার জন্য অনুরোধ করেছিলেন।
সাই তেজা ভারতে তার স্নাতক শেষ করেন এবং এমবিএ করার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। যুক্তরাষ্ট্রে টিকে থাকার জন্য তিনি পার্টটাইমার হিসেবে পেট্রোল পাম্পে কাজ করছিলেন।
মধুসূদন ঠাঠা আরও জানান, তিনি এরই মধ্যে তেলুগু অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার (টিএএনএ) সদস্যদের সঙ্গে কথা বলেছেন; যাতে মামলাটির দ্রুত সুরাহা করা যায়।
প্রায় এক সপ্তাহ আগে, তেলেঙ্গানার আরেক ভারতীয় শিক্ষার্থী তার জন্মদিনে ভুলবশত নিজের বন্দুক থেকে গুলি বের হয়ে যাওয়ার ঘটনায় নিহত হন। তার নাম আরিয়ান রেড্ডি (২৩)। তিনি জর্জিয়ার আটলান্টায় মারা গেছেন।
এ দিকে, হায়দ্রবাদে যুক্তরাষ্ট্রের কনস্যুলার কর্মকর্তাদের দেয়া তথ্য থেকে জানা গেছে যে, ভারত ২০২৩-২৪ সালে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীদের শীর্ষ দেশ হিসেবে চীনকে ছাড়িয়ে গেছে। অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানার ৫৬ শতাংশ শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়ছেন। এর মধ্যে তেলেঙ্গানার ৩৪ শতাংশ ও অন্ধ্র প্রদেশের ২২ শতাংশ।
এর আগেও যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী হত্যার একাধিক ঘটনা ঘটেছে।