এবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, দুঃখ প্রকাশ ভারতের


30 November/Bang High commi.webp

এবার ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করেছে কিছু উচ্ছৃঙ্খল জনতা। সোমবারের (২ ডিসেম্বর) এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

Your Image

বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে থাকা বাংলাদেশের হাইকমিশন, ডেপুটি হাইকমিশন ও সহকারী হাইকমিশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, ভারতের জাতীয় পতাকা অবমাননার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কেন কোন পদক্ষেপ গ্রহণ করেনি- এই অভিযোগ তুলে কিছু উচ্ছৃঙ্খল জনতা সোমবার (২ ডিসেম্বর) আগরতলায় বাংলাদেশ সরকারী হাইকমিশনে ঢুকে। এ সময় বিক্ষোভকারীরা ব্যাপক ভাঙচুর চালায় ও বাংলাদেশের জাতীয় পতাকা পুড়িয়ে দেয় বলেও অভিযোগ পাওয়া গেছে।  

ভারত-বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে এমন ঘটনা আগে হয়নি। 

এ ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলায় দুঃখ প্রকাশ করেছে।’

বিবৃতিতে বলা হয়েছে, ‘কোন পরিস্থিতিতেই কোন কূটনৈতিক কেন্দ্রে হামলা গ্রহণযোগ্য নয়।’  

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘সরকার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং দেশের অন্যান্য স্থানে থাকা ডেপুটি ও সহকারী হাইকমিশনগুলোর নিরাপত্তা বাড়িয়েছে।’ 

এর আগে, পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনেও বিক্ষোভ হয়েছিল।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×