বিলিয়নেয়ার ব্যাংকার স্টিফেনসকে ব্রিটেনে রাষ্ট্রদূত মনোনীত করলেন ট্রাম্প


30 November/Waren Ste.jpg
ওয়ারেন স্টিফেনস

যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (২ ডিসেম্বর) বিলিয়নেয়ার ইনভেস্টমেন্ট ব্যাংকার ওয়ারেন স্টিফেনসকে ব্রিটেনে মার্কিন রাষ্ট্রদূত মনোনীত করেছেন। সংবাদা এএফপির। 

Your Image

দীর্ঘ দিনের রিপাবলিকান এই দাতা এক বার ট্রাম্পের বিরোধিতা করেছিলেন বলে কথিত আছে এবং ২০১৬ সালে তার প্রেসিডেন্ট হিসেবে দলের প্রাথমিক বিজয় ঠেকাতে নিয়োজিত একটি গোষ্ঠীকে অর্থ দিয়েছিলেন।

দক্ষিণের রাজ্য আরকানসাসে অবস্থিত ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক স্টিফেনস ইনকর্পোরেটেডের ব্যাংকার স্টিফেনস তার পর থেকে একটি রাজনৈতিক অ্যাকশন কমিটিতে অর্থ দিয়েছেন; যা ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় সহায়তা করেছে।

ট্রাম্প বিবৃতিতে বলেন, ‘ওয়ারেন সব সময়ই যুক্তরাষ্ট্রের পুরো সময় সেবা করার স্বপ্ন দেখেছেন। আমি রোমাঞ্চিত যে, তিনি এখন শীর্ষ কূটনীতিক হিসেবে সেই সুযোগ পাবেন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে লালিত ও প্রিয় মিত্রদের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন।’

ট্রাম্প আগামী ২০ জানুয়ারী তার দায়িত্ব গ্রহণের আগে সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার প্রশাসনের জন্য নিজস্ব লোকদের নিয়োগ দিচ্ছেন। 

তিনি সম্প্রতি ফ্রান্সে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে তার জামাই জ্যারেড কুশনারের বাবা চার্লস কুশনারে নাম ঘোষণা করেছেন।

হোয়াইট হাউসে তার প্রথম মেয়াদে ট্রাম্প আরেক ধনকুবের ও প্রচারণার সমর্থক ব্যবসায়ী উডি জনসনকে ব্রিটেনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছিলেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×