শুধু খাদ্য না, বাংলাদেশিদের সব বন্ধ; হুমকি ভারতের রাজনীতিবিদের


30 November/Shuvenu Adikari.jpg
শুভেন্দু অধিকারী

বাংলাদেশে হিন্দু নিপীড়নের কথিত ঘটনায় প্রতিবেশী দেশকে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী।

Your Image

মঙ্গলবার (৩ ডিসেম্বর )সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘শুধু খাদ্য না, বাংলাদেশিদের সব বন্ধ করে দেব।’ 

তিনি আরো বলেন, ‘মুখ্যমন্ত্রীর বাড়ির কেউ স্বাধীনতা সংগ্রামে অংশ নেননি। উনি কী বুঝবেন স্বাধীনতার মর্ম?’

সাংবাদিকরা প্রশ্ন করেন, ‘সন্ন্যাসীদের পেট্রাপোল অভিযান নিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন, ওরা বাংলাদেশের খাদ্য বন্ধ করতে গেছে।’ 

উত্তরে এই রাজনীতিবিদ বলেন, ‘ভারতের পাতাকায় যারা পা দিয়েছে, শুধু খাবার না, তাদের আর কী কী বন্ধ করি আপনারা দেখুন। ওদের চিকিৎসাও বন্ধ করে দেব। দেশ আগে। মুখ্যমন্ত্রী দেশের মর্ম বোঝেন না বলে এই ধরণের কথা বলেন।’ 

এর পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু বলেন, ‘আমার পরিবারের বিপিন অধিকারী স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে আট বছর জেলে ছিলেন। মুখ্যমন্ত্রীর পরিবারের কেউ স্বাধীনতা সংগ্রামে অংশ নেননি। আমার মা ৬০ সালে বরিসাল থেকে এখানে এসেছিলেন। আমি অত্যাচার জানি। মমতা বন্দ্যোপাধ্যায় কী করে স্বাধীনতার মর্ম বুঝবেন?’

তিনি বলেন, ‘বিধানসভা থেকে দিল্লির সরকারকে সনাতন বোর্ড তৈরির আবেদন জানানো উচিত। সব জিহাদের বিরুদ্ধে, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও ধর্মান্তরণের বিরুদ্ধে বিল আনা উচিত।’

এর পরই দাবি করেন, ‘সারা পৃথিবীতে এনআরসি আছে, আমাদের দেশেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটি পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠবে, উই ওয়ান্ট এনআরসি। এনআরসি হলে রোহিঙ্গাগুলো থাকতে পারবে না। এটা হিন্দু - মুসলমানের বিষয় নয়। এটা ভারতীয়দের নিজস্ব বিষয়।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×