আসামে চার বাংলাদেশি গ্রেফতার


30 November/Arrest Asam.jpg

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বাংলাদেশ লাগোয়া সীমান্ত এলাকা থেকে চার বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। 

Your Image

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আসাম পুলিশ ওই চার বাংলাদেশিকে গ্রেফতারের তথ্য জানায়।  

গ্রেফতারকৃত চার বাংলাদেশি হলেন রুমানা শেখ, মো. বাদশা শেখ, রোকসানা খাতুন ও আয়েশা খাতুন। 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ‘ভারতীয় ভূখণ্ডে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আসাম পুলিশ চার বাংলাদেশিকে গ্রেফতার করেছে। পরে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হয়।‘

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তারা সীমান্তে টহল উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে। 

আসাম পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম নর্থইস্ট টুডের প্রতিবেদনে বলা হয়, ‘গত আগস্ট থেকে এখন পর্যন্ত অন্তত ১৬১ বাংলাদেশিকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতারের পর ফেরত পাঠানো হয়েছে।’ 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×