বৃদ্ধাশ্রমে প্রেমের পর বিয়ের পিঁড়িতে, কনের বয়স ১০২-বরের ১০০


30 November/Old Home.webp

বেশি বয়স হয়ে গেলে নাকি বিয়েতে মানা! এ নিয়ে ‘বুড়ো বয়সে ভীমরতি’ ধরনের বহু বাগধারারই প্রচলন আছে আমাদের সমাজে। কিন্তু, এসব নিয়ম, কথাবার্তাকে থোড়াই কেয়ার করে সবচেয়ে বেশি বয়সে বিয়ে করে রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের নাগরিক বার্নি লিটম্যান (১০০) ও মার্জোরি ফিটারম্যান (১০২)! তাদের দুইজনের মোট বয়স ২০২ বছর ২৭১ দিন। সংবাদ ফক্স নিউজের।

Your Image

মঙ্গলবার (৩ ডিসেম্বর) গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। 

পেন্সিলভেনিয়া রাজ্যের শতবর্ষী এই দম্পতির প্রেমের গল্প ফিলাডেলফিয়ার একটি বৃদ্ধাশ্রম থেকে থেকে শুরু হয়। নয় বছর আগে তাদের দেখা হয় ও দ্রুত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গেল ১৯ মে এই দম্পতি বিয়ে করেন। 
 
বার্নি ও মার্জরি উভয়ই ছয় দশক ধরে সঙ্গীহীন ছিলেন। তরুণ বয়সে তারা একসঙ্গে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাও করেন। তবে, তখন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না।  বার্নি পেশায় একজন প্রকৌশলী ছিলেন। অন্য দিকে, মার্জোরি ছিলেন একজন শিক্ষক।     

বার্নিয়ের নাতনি জেউইশ ক্রনিকল বলেন, ‘আমার ১০০ বছর বয়সী দাদা তার ১০২ বছর বয়সী বান্ধবীকে বিয়ে করেছেন! তারা একটি বৃদ্ধাশ্রমে একই তলায় থাকতেন। তারা দুইজনই ৬০ বছরের বেশি সময় ধরে সঙ্গীহীন ছিলেন।’ 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×