পাকিস্তানে এবার অসহযোগ আন্দোলনের হুঁশিয়ারি ইমরান খানের
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৩:৪৪ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৪
পাকিস্তানে ‘চূড়ান্ত বিক্ষোভের’ পর এবার মহাসমাবেশের ডাক দিয়েছেন কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী সপ্তাহে পেশোয়ারে একটি বড় সমাবেশ করতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া এই সমাবেশের কয়েক দিন পর অসহযোগ আন্দোলনের হুমকি দিয়েছেন পিটিআইয়ের নেতা। সংবাদ রয়টার্সের।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্টে ১৩ ডিসেম্বর খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে সমর্থকদের এই সমাবেশ করার আহ্বান জানান ইমরান।
এই সমাবেশের উদ্দেশ্য ২৫ নভেম্বরে ইমরানের ডাকা ‘চূড়ান্ত বিক্ষোভ’ প্রতিবাদ মিছিলে সরকারের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো। ওই বিক্ষোভে সরকারের সঙ্গে সংঘর্ষে তার সমর্থকদের মধ্যে ১২ জন নিহত হয়েছেন বলে দাবি করেন ইমরান।
এছাড়া গেল বছরের ৯ মে সহিংসতায় আটজন নিহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে অসংখ্য নেতাকর্মীকে। নিহতদের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি গ্রেফতার হওয়া কর্মীদের মুক্তি দেয়ার দাবিও তুলেছেন ইমরান।
এই দুইটি দাবি যদি পূরণ করা না হয় তাহলে ১৪ ডিসেম্বর থেকে পাকিস্তানে অসহযোগ আন্দোলনের হুঁশিয়ারি দেন সাবেক প্রধানমন্ত্রী।
এ দিকে, সরকার ২৫ নভেম্বরের বিক্ষোভে কোন মৃত্যু হয়নি বলে জানিয়েছে। উল্টো ৯ মে সামরিক স্থাপনায় ইমরান খানের সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে।
৯ মে সমর্থকদের হামলার নির্দেশনার অভিযোগে সম্প্রতি ইমরান খানকে অভিযুক্ত করা হয়েছে; যা তিনি অস্বীকার করেছেন।
গেল বছরের শেষ থেকে কারাগারে থাকা ৭২ বছর বয়সী সাবেক ক্রিকেট তারকার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার মধ্যে এই অভিযোগটি ছিল সর্বশেষ।
এই মামলাগুলো তাকে রাজনীতি থেকে দূরে রাখতে করা হয়েছে বলে অভিযোগ ইমরান ও তার দলের।