নির্বাচন বাতিলের পর রোমানিয়ায় শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের


30 November/Romania.jpg

রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের পর দেশটির শীর্ষ আদালত দেশটির প্রেসিডেন্ট নির্বাচন বাতিল করার পর যুক্তরাষ্ট্র রোমানিয়ার সব দলকে ‘একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় জড়িত হওয়ার জন্য’ আহ্বান জানিয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) এ আহ্বান জানানো হয়। সংবাদ এএফপির।

Your Image

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, “আমরা সব পক্ষকে রোমানিয়ার সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার এবং রোমানিয়ার জনগণের গণতান্ত্রিক ইচ্ছার প্রতিফলন ঘটায়- এমন একটি সহিংসতা ও ভীতি প্রদর্শনের হুমকি মুক্ত শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় জড়িত থাকার আহ্বান জানাই।’

রোমানিয়ার সাংবিধানিক আদালত অতি-ডানপন্থী দল ফ্রন্টরানার পক্ষ থেকে নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের অভিযোগের পর ভোটের মাত্র দুই দিন আগে শুক্রবার (৬ ডিসেম্বর) দেশটির প্রেসিডেন্ট নির্বাচন বাতিল করেছে, ।

রোমানিয়ার ইউরোপীয় ইউনিয়নপন্থী প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস বলেছেন, ‘যতক্ষণ না আইনসভা নির্বাচন থেকে উদ্ভূত একটি নতুন সরকার গঠন না করে, ততক্ষণ তিনি তার পদে থাকবেন, যাতে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নির্ধারণ করা যায়।’

ম্যাথিউ মিলার বলেন, ‘যুক্তরাষ্ট্র আদালতের সিদ্ধান্তটি নজরে রেখেছে ও রোমানিয়ার প্রতিষ্ঠানের প্রতি আস্থা রেখেছে।’

তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র বিদেশী ক্ষতিকর প্রভাবের তদন্তসহ রোমানিয়ার গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং প্রক্রিয়ার প্রতি আমাদের আস্থা পুনঃনিশ্চিত করেছে।’

গেল ২৪ নভেম্বরের নির্বাচনের প্রথম রাউন্ডে অতি-ডানপন্থী ক্যালিন জর্জস্কু শীর্ষ স্থানীয় হওয়ার পরে রোমানিয়ান কর্তৃপক্ষ আপত্তি জানিয়েছিল।

গেল বুধবার (৪ ডিসেম্বর) জর্জস্কু ও রাশিয়ার বিরুদ্ধে ‘বিশাল’ সোশ্যাল মিডিয়া প্রচার এবং সাইবার আক্রমণসহ অভিযোগের বিশদ বিবরণী নথি প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাশিয়া নির্বাচনে হস্তক্ষেপের কথা অস্বীকার করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা অভিযোগগুলোকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×