বিদ্রোহীদের অভিযান: ‘যত দ্রুত সম্ভব’ নাগরিকদের সিরিয়া ছাড়তে বলল ভারত
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৫:৪২ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৪
সিরিয়ায় চলমান রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ জানিয়েছে ভারত। এ পরিস্থিতিতে ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত’ দেশটিতে কোন ধরনের ভ্রমণ করা থেকে নাগরিকদের বিরত থাকার পরামর্শ দিয়েছে ভারতের সরকার। শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে বিবৃতিতে এই পরামর্শ জারি করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ এনডিটিভির।
বিবৃতিতে, একটি জরুরি হেল্পলাইন নম্বর ও একটি ইমেল আইডি দেয়া হয়েছে। বিবৃতিতে বর্তমানে সিরিয়ায় থাকা ভারতীয়দের দামেস্কেসে ভারতীয় দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলছে মন্ত্রণালয়।’
ভারতের জরুরি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘যাদের পক্ষে সম্ভব হবে, তারা যেন দ্রুততম সময়ের মধ্যে বাণিজ্যিক ফ্লাইটে করে সিরিয়া ত্যাগ করেন। যারা তা পারবেন না, তাদের জন্য নিরাপত্তা সম্পর্কে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং তাদের চলাচল ন্যূনতম পর্যন্ত সীমাবদ্ধ রাখতে বলছে মন্ত্রণালয়।’
শেয়ার করা জরুরি হেল্পলাইন নম্বরটি দামেস্কে ভারতীয় দূতাবাসের জন্য। এটি হল +৯৬৩ ৯৯৩৩৮৫৯৭৩। এই নম্বরটি হোয়াটসঅ্যাপেও ব্যবহার করা যেতে পারে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এছাড়া, একটি জরুরি ইমেল আইডি দেয়া হয়েছে। যেটি হল hoc.damascus@mea.gov.in৷
এ দিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, সিরিয়ায় প্রায় ৯০ জন ভারতীয় নাগরিক রয়েছেন। যার মধ্যে ১৪ জন জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করছেন।
গেল কয়েক সপ্তাহ ধরে সিরিয়ায় অভিযান চালাচ্ছে বিদ্রোহী বাহিনী। গত এক সপ্তাহে দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখল করে নিয়েছে তারা। বিদ্রোহীদের অভিযান অব্যাহত থাকায় দেশটির ক্ষমতাসীন আসাদ সরকার ঝুঁকির মধ্যে পড়েছে।