প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিজের মনোনীত ব্যক্তির ওপরই আস্থা ট্রাম্পের


30 November/Pit Hegseth.webp
ডোনাল্ড ট্রাম্প ও পিট হেগসেথ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনয়ন দেয়া পিট হেগসেথের প্রতি ফের নিজের সমর্থন জানালেন যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হেগসেথের মনোনয়ন নিয়ে সমালোচনার মধ্যে শুক্রবার (৬ ডিসেম্বর) সাক্ষাৎকারে হেগসেথকে বিজয়ী বলেও মন্তব্য করেন তিনি। খবর রয়টার্সের।

Your Image

পিট হেগসেথ সাবেক সেনা কর্মকর্তা ও ফক্স নিউজের উপস্থাপক। তার বয়স ৪৪ বছর। সম্প্রতি তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন এক নারী। এ ছাড়া, তার বিরুদ্ধে আর্থিক অব্যবস্থাপনার অভিযোগও রয়েছে। 

অন্তত ছয়জন রিপাবলিকান সিনেটর হেগসেথকে পেন্টাগনের শীর্ষ পদে নিশ্চিত করার বিষয়ে আপত্তি জানিয়েছেন। এমন পরিস্থিতিতে তাকে সরিয়ে তার জায়গায় ট্রাম্প ফ্লোরিডার গভর্নর ও এক সময়ের প্রতিদ্বন্দ্বী রন ডেস্যান্টিসকে নিয়োগ দেয়ার কথা বিবেচনা করছেন বলে খবর দেয় ওয়াল স্ট্রিট জার্নাল।

তবে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘পিট হেগসেথ খুব ভাল করছেন। তার সমর্থন দৃঢ় ও গভীর। তিনি একজন চমৎকার, তেজদীপ্ত প্রতিরক্ষামন্ত্রী হবেন, যিনি অনন্য প্রতিভা ও দক্ষতার সঙ্গে নেতৃত্ব দেবেন। পিট একজন বিজয়ী। তাকে পাল্টানোর মত কিছু ঘটেনি।’

শুক্রবার (৬ ডিসেম্বর) এনবিসির এক অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেছেন, ‘হেগসেথের মনোনয়ন নিয়ে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ আছে।’ 

তবে ট্রাম্পের আশা, সিনেট এ মনোনয়ন নিশ্চিত করবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×