দামেস্কে ইরানের দূতাবাসে ব্যাপক হামলা ও ভাঙচুর
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৬:১৭ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৪
বিদ্রোহীদের ক্রমাগত আক্রমণের ফলে ইরান সমর্থিত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে এক দল বন্দুকধারী হামলা চালিয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) আসাদ সরকার পালিয়ে যাওয়ার পরই এ হামলার ঘটনা ঘটে। তবে, কারা এই হামলা চালিয়ে তা স্পষ্ট করা যায়নি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের।
হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) বিদ্রোহী গোষ্ঠীসহ একাধিক গোষ্ঠী সিরিয়ার বিভিন্ন এলাকা দখলে নিয়েছে। এরপরই ইরানি দূতাবাসে হামলার ঘটনা ঘটে।
আরব ও ইরানের মিডিয়ার প্রকাশিত ফুটেজে দেখা গেছে, দূতাবাসের ভেতরে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। হামলার ফলে ভবনের ভেতরে থাকা ফার্নিচেয়ার, বিভিন্ন নথি ও একাধিক জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। রয়টার্সের পক্ষ থেকে ওই ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করা হয়নি।
শনিবার (৭ ডিসেম্বর) ইরান জানায়, তারা দূতাবাস থেকে পরিবারগুলোকে সরিয়ে নিচ্ছে। কিন্তু, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে তা অস্বীকার করা হয়। এতে বলা হয়েছে, ‘শুধু সামরিক বাহিনীর সদস্যদের সরিয়ে নেয়া হচ্ছে।’
শনিবার (৭ ডিসেম্বর) সিরিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হোসেইন আকবারি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘পাঁচ থেকে ছয়জন কূটনৈতিক ওই দূতাবাসে রয়েছে এবং এটি এখনও খোলা রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।’