দেশ ছেড়ে পালানোর পর আসাদের বাসভবনে লুট


December 2024/Asad's residence.webp

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ২৪ বছরের স্বৈরাচারী শাসনের অবসান হতেই তার বাসভবনে ঝাঁপিয়ে পড়ে আমজনতা। শুরু হয় ভাঙচুর। প্রেসিডেন্টের বিলাসবহুল বাসভবনে ঢুকে চলে অবাধে লুটপাট। এমন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সংবাদ বিবিসির।

Your Image

দেশ ছেড়েছেন বাশার আল-আসাদ। এই খবর চাউর হতেই প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়ে আমজনতা। নানা বয়সী নারী ও পুরুষ ওই প্রাসাদে ঢুকে পড়েন। তারা অবাধে নানা সামগ্রী একেবারে নিজের মনে করে নিয়ে যান!

এ নিয়ে এক্সে একজন লেখেন, ‘আমজনতা আসাদের প্রাসাদে ঢুকে পড়েছে এবং ইচ্ছামতো লুটপাট করছে।’ 

আরেকজন লেখেন, ‘আসাদ দেশ ছেড়ে পালাতেই সিরিয়ার মানুষ তার প্রাসাদে ঢুকে পড়েছেন।’

তবে, সিরিয়ার আমজনতা যে শুধুমাত্র প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে লুটপাট চালাচ্ছে, তা নয়। বাশার আল-আসাদের একটি মূর্তিও ভাঙচুর করেছে তারা। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ইদানিং এই ধরনের ছবি আরও দেখা গেছে। মনে হচ্ছে, যেন বার বার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বিশ্বের নানা প্রান্তে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×