বাশার আল-আসাদ সরকারের পতনের কারণ জানালেন ট্রাম্প


News Defalt/asad_20241209_090147394.jpg

সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতন নিয়ে মুখ খুললেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদ্রোহী যোদ্ধাদের হামলার মুখে ব্যক্তিগত বিমানে সিরিয়া ছেড়ে পালিয়ে রাশিয়ায় গিয়ে আশ্রয় নিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

Your Image

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প বলেছেন, রাশিয়া আসাদকে পরিত্যাগ করাতেই তার পতন হয়েছে। খবর রয়টার্সের।

রোববার ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে লেখেন, আসাদ চলে গেছেন। তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তার রক্ষক, ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন রাশিয়া তাকে আর রক্ষা করতে আগ্রহী ছিল না। ইউক্রেনের কারণে রাশিয়া সিরিয়ায় সব আগ্রহ হারিয়ে ফেলেছে। বিদ্রোহী যোদ্ধারা যখন সিরিয়ার রাজধানী দামেস্কে ঢুকছিল, ঠিক তখন ব্যক্তিগত বিমানে দেশ থেকে পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদ।

টানা ২৪ বছর ক্ষমতায় ছিলেন তিনি। এর মধ্য দিয়ে দেশটিতে ৫৩ বছরের আসাদ পরিবারের শাসনের অবসান হয়েছে। দামেস্কের আগে আলেপ্পো, হামা এবং হোমসের নিয়ন্ত্রণ নিয়েছিল বিদ্রোহীরা।

আসাদের পতনের জেরে রোববার খুশিতে রাস্তায় নেমে আসে সিরীয়রা। সেনাবাহিনীর ট্যাংকের ওপর উঠে উল্লাস করেন অনেকে। বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে উল্লাসে মাতে সাধারণ মানুষ। বিভিন্ন দেশের নেতাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ট্রাম্পও আসাদের এই পতন নিয়ে মন্তব্য করলেন।

যুক্তরাষ্ট্রে আগামী ২০ জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। ট্রুথ স্যোশালে তিনি বলেন, আসাদের আরেক মিত্র ইরানও এখন দুর্বল হয়ে পড়েছে।

ইসরায়েলকে মোকাবেলা করতে গিয়ে ইরান দুর্বল হয়েছে। আর রাশিয়া দুর্বল হয়েছে ইউক্রেন আর অর্থনৈতিক দৈনদশার কারণে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×