শান্তির বার্তা দিয়ে সিরিয়ায় রাতভর হামলা ইসরাইল-যুক্তরাষ্ট্রের


December 2024/Syria Attack USA Israel.jpg

সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনার পাশাপাশি সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে ১৮ মাসের অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব দিয়েছে দেশটির প্রধান বিরোধী দল। তবে, সিরিয়া পুনর্গঠনে সহযোগিতার কথা বললেও ইসরাইলকে সঙ্গে নিয়ে দামেস্কে রোববার (৮ ডিসেম্বর) রাতভর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

Your Image

বাশার আল-আসাদের পতনের পর দামেস্কে প্রকাশ্যে এসেছেন বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল-জোলানি। তাকে স্বাগত জানান সিরীয়রা। ঐতিহাসিক উমাইয়া মসজিদের ভেতর থেকেই নিজের প্রথম বার্তা দেন এই যোদ্ধা। 
 
তিনি বলেন, ‘এই বিজয় সিরীয়দের। ভাইয়েরা, এই বিজয় পুরো ইসলামি জাতির ইতিহাসে একটি নতুন অধ্যায়। এটি এই অঞ্চলের জন্য একটি টার্নিং পয়েন্ট। মাত্র ১১ দিনে আমরা পুরো দেশকে স্বাধীন করতে পেরেছি। সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ।’
 
বিদ্রোহীদের অভিযানের মুখে পালিয়ে পরিবারসহ রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। মানবিক দিক বিবেচনা করে তাকে রাজনৈতিক আশ্রয় দেয়ার কথা জানিয়েছে রাশিয়া। 
  
এ দিকে, দেশটির চলমান সংকটময় পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরাপদ, নিরপেক্ষ ও শান্ত পরিবেশ গড়ে তোলা প্রয়োজন বলে জানিয়েছেন বিরোধী নেতারা। আর এ জন্য নির্বাচনের আগে ১৮ মাস পর্যন্ত অন্তর্বর্তী শাসন ব্যবস্থার কথা বলেছেন সিরিয়ার প্রধান বিরোধী গোষ্ঠীর বিদেশ শাখার নেতা হাদি আল-বাহরা। 
 
একইসঙ্গে ছয় মাসের মধ্যে নতুন সংবিধানের খসড়া তৈরি করে এর উপর গণভোটের দাবি জানিয়েছেন তিনি।
 
এছাড়া, আসাদ সরকারের পতনের পর প্রথম প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘দেশ পুনর্গঠনে এটা সিরীয়দের জন্য ঐতিহাসিক সুযোগ। তবে, দেশটিতে কোন সন্ত্রাসী গোষ্ঠী যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সজাগ থাকবে ওয়াশিংটন।’ 
  
তবে, বাইডেন শান্তি প্রতিষ্ঠার কথা বললেও, মিত্র ইসরাইলকে সঙ্গে সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জঙ্গিগোষ্ঠী আইএসের অবস্থান দাবি করে সিরিয়ার বিভিন্ন জায়গায় হামলা চালায় মার্কিন সেনাবাহিনী। একই দিন দামেস্কের একটি গবেষণাকেন্দ্র গুঁড়িয়ে দেয় নেতানিয়াহু বাহিনী। 
 
এছাড়া, সিরিয়ার একজন যুদ্ধ পর্যবেক্ষক জানিয়েছেন, রাতারাতি সিরিয়ার বিভিন্ন সামরিক অবস্থান ও ডিপো লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। 
 
এ দিকে, ৫০ বছর পর প্রথম বারের মত সিরিয়ার সীমান্ত অতিক্রম করে গোলান মালভূমির একটি বড় অংশ দখল করেছে ইসরাইল। অঞ্চলটির পাঁচটি গ্রামের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। অন্য দিকে, সিরিয়ায় আসাদ যুগের অবসানের পেছনে ইসরাইলের হাত রয়েছে বলে দাবি করেছে ইরান। তেহরানের অভিযোগ, বিদ্রোহীদের অস্ত্রসহ সব ধরনের সহায়তা দিয়েছে ইসরাইল।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×