সর্বকালের সর্বনিম্ন অবস্থানে ভারতীয় রুপির মান
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১০:১৫ পিএম, ১১ ডিসেম্বর ২০২৪
মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্নে নেমেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ডলারের বিপরীতে রুপির দাম প্রথম ৮৪ দশমিক ৮৫ এ নেমে আসে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর পতন চলছেই। এর মধ্যে মঙ্গলবার মুদ্রাটির মান ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে নেমে আসে। এদিন ভারতীয় মুদ্রার দর কমে প্রতি ডলার হয় ৮৪ দশমিক ৮৫ রুপি।
একইসঙ্গে ১০ বছরের সরকারি বন্ডের ফলন (বন্ডে বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়ের হার) ২ বেসিস পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬৯৫৪ শতাংশে।
এর আগে গত ৪ ডিসেম্বর ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান কমেছিল। সেদিন ডলারের বিপরীতে রুপির দর ৮৪ দশমিক ৭৫ এ নেমেছিল। এবার সেটিকে ছাড়িয়ে ৮৪ দশমিক ৮৫ রুপির বিপরীতে মিলছে এক ডলার।