আসাদের পিতার কবরে আগুল দিল বিদ্রোহীরা


December 2024/Fire Basar Asad.webp

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের পিতা সাবেক স্বৈরশাসক হাফিজ আল আসাদের কবরে আগুন দিয়েছে বিদ্রোহীরা। সংবাদ বিবিসির।

Your Image

কয়েকটি ছবিতে পশ্চিম সিরিয়ার লাতাকিয়া প্রদেশে বিদ্রোহী যোদ্ধাদের সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের কবরের আগুনের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সেসময় দেখা যায়, কবরের একাংশ আগুন জ্বলছে। এতে একটি কফিনেও জ্বলতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, কফিনটি ওই কবর থেকে তোলা হয়েছে।

হাফিজ আল আসাদ ২০০০ সালে মারা যান। এরপর তাকে তার পূর্বপুরুষের গ্রাম কারদাহায় সমাহিত করা হয়।

গত রোববার (৮ ডিসেম্বর) বিদ্রোহীদের অব্যাহত আক্রমণে মুখে রাজধানী দামেস্ক থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন বাশার আল আসাদ। বিদ্রোহীদের দামেস্ক দখলের মধ্য দিয়ে অবসান ঘটল আসাদের দুই যুগের শাসনামলের। এরপর একের পর এক এলাকা দখল নিতে শুরু করে বিদ্রোহীরা। ক্ষমতা হারানোর পর দেশ ছেড়ে তিনি আশ্রয় নেন রাশিয়ায়।

এ দিকে, অস্ত্রের গুদাম, গোলাবারুদের গুদাম, বিমানবন্দর, নৌঘাঁটি ও গবেষণা কেন্দ্রসহ সিরিয়ার সেনাবাহিনীর সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের বাহিনী হামলা চালিয়েছে। এরপর পরই ইসরায়েলের ট্যাংক ঢুকে পড়ে সিরিয়ায় ও গোলান মালভূমির দখল নিতে শুরু করে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×