‘অপরাধ ছাড়া গ্রেফতারের’ অনুমতিসহ বড় পরিকল্পনা ট্রাম্পের!


December 2024/Trump.jpg
ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি তার ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই ২৫টিরও বেশি নির্বাহী আদেশ ও নির্দেশ দেয়ার পরিকল্পনা করছেন। এর মধ্যে, অভিবাসন কর্মকর্তাদের যে কোন ব্যক্তিকে ‘কোন ধরনের অপরাধ ছাড়াই’ গ্রেফতারের অনুমতি দেয়ার বিষয়টিও রয়েছে। এছাড়া, ট্রাম্পের প্রেসিডেন্সিতে মার্কিন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের ক্ষেত্রে একমাত্র মাপকাঠি হবে মেধা। সংবাদ রয়টার্সের।

Your Image

নির্বাচনী প্রচারণায় নানা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরমধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল যুক্তরাষ্ট্রের অভিবাসন ইস্যু। 
 
সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে, ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের নীতি বাতিলের বিষয়টি উঠে আসে। তবে, কবে তা বাস্তবায়ন হবে- সে বিষয়ে কিছু জানা না গেলেও জানা যায়, ক্ষমতা গ্রহণের প্রথম দিনই অভিবাসনসহ ২৫টির বেশি নীতিতে বড় পরিবর্তন আনবেন ট্রাম্প।
 
জো বাইডেনের উদার সীমান্ত নীতির পরিবর্তনের পাশাপাশি মেক্সিকো থেকে অভিবাসীদের ঢল ঠেকানোই ট্রাম্পের প্রথম দিনের কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে থাকবে বলে জানা গেছে। 
  
ট্রাম্প নির্বাহী আদেশে সই করবেন, যাতে অভিবাসন কর্মকর্তাদের অপরাধমূলক রেকর্ড ছাড়াই যে কোনো ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশ দেয়া হতে পারে। এছাড়া, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে আরও মার্কিন সেনা মোতায়েন ও সীমান্ত প্রাচীর নির্মাণে কাজ পুনরায় শুরু করার নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প।
 
ট্রাম্পের শুরুর দিকের নির্বাহী আদেশের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হবে যুক্তরাষ্ট্রের জ্বালানি উৎপাদন বৃদ্ধি। এর আগে, বাইডেন যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে সাময়িক বিরতি দিয়েছিলেন। ক্ষমতায় আসার প্রথম দিনই এ বিরতি সরিয়ে দিতে পারেন ট্রাম্প।
 
এছাড়া, ট্রাম্পের প্রেসিডেন্সিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের ক্ষেত্রে একমাত্র মাপকাঠি হবে মেধা। জাতি বা লিঙ্গের ওপর ভিত্তি করে আলাদা কোন কোটা রাখা হবে না।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×