ফের টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ ট্রাম্প


News Defalt/42a69d88f83a392d8c66daa7374fd0be-674837b576573.webp

মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন দ্বিতীয়বারের মতো আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাদের ‘পারসন অব দ্য ইয়ার’ হিসেবে ঘোষণা করেছে ।

Your Image

আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হতে যাওয়া ট্রাম্প তাঁর ঐতিহাসিক প্রত্যাবর্তন এবং রাজনীতিতে নতুন মাত্রা যোগ করার জন্য এ স্বীকৃতি পেয়েছেন। 

এর আগে ২০১৬ সালে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারানোর পর ট্রাম্প প্রথমবার এ খেতাব পেয়েছিলেন।  

এবার পারসন অব দ্য ইয়ার লড়াইয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ছাড়াও মনোনীত হয়েছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী অর্থনীতিবিদ ইউলিয়া নাভালনিয়া।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×