ফ্রান্সের প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন ম্যাক্রোঁ


News Defalt/france_20241213_182708243.jpg

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার চতুর্থ প্রধানমন্ত্রী হিসবে মধ্যপন্থী ফ্রাঁসোয়া বায়রুর নাম ঘোষণা করেছেন, যার কাঁধে দেশের রাজনৈতিক সঙ্কট নিরসনের দায়িত্ব দেওয়া হয়েছে।

Your Image

শুক্রবার (১৩ ডিসেম্বর) ম্যাক্রোঁ এ ঘোষণা দেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

মধ্যপন্থী জোটের গুরুত্বপূর্ণ অংশীদার ৭৩ বছর বয়সী বায়রু কয়েক দশক ধরে ফরাসি রাজনীতিতে সুপরিচিত ব্যক্তিত্ব। জাতীয় পরিষদে কোনো একক দলের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টায় তার রাজনৈতিক অভিজ্ঞতাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়।

প্রধানমন্ত্রী হিসেবে বায়রুর প্রথম কাজ হবে একটা বাজেট পাস করা। তবে ব্যাপকভাবে বিভক্ত পার্লামেন্টে কাজটি তার জন্য বেশ কঠিন হবে বলেই মনে হচ্ছে।

এর আগে, ফ্রান্সে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে গত সপ্তাহে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে যান সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। ফলে দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মাথায় পদত্যাগ করতে বাধ্য হন তিনি।

ফ্রান্সে সবশেষ সংসদীয় নির্বাচনে কোনো দলের সামগ্রিক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় একটি ঝুলন্ত সংসদ গঠিত হয়। সেখানে সরকারের বেঁচে থাকার একমাত্র চাবিকাঠি থাকে অতি ডানপন্থীদের হাতে।

এদিকে, গত সপ্তাহে ম্যাক্রোঁ অঙ্গীকার করেছেন, ২০২৭ সালে তার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন। যদিও বিরোধীদের কেউ কেউ তারও পদত্যাগ দাবি জানিয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×