কানাডায় ৩ ভারতীয় ছাত্রের মৃত্যুতে দিল্লির উদ্বেগ
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০১:০৩ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৪
কানাডায় গত সপ্তাহে তিন ভারতীয় ছাত্রের নিহত হওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কানাডার কাছে এ উদ্বেগের কথা জানিয়েছেন।
এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক ট্র্যাজেডি’ আখ্যা দিয়ে সন্তপ্ত পরিবারকে শোক জানান তিনি। তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনায় কানাডায় বসবাসকারী ভারতীয়রা নড়ে গিয়েছেন। আমাদের হাই কমিশন যতটা পারছে সহায়তা করছে।”
জয়সওয়াল বলেন, কানাডায় বসবাসকারী ভারতীয় নাগরিক ও ছাত্রদের জন্য নির্দেশিকা জারি করেছি, যাতে তারা অত্যন্ত সতর্কতা অবলম্বন করেন। সে দেশে নিরাপত্তা ব্যবস্থা ক্রমশ খারাপ হচ্ছে, অপরাধের ঘটনা বাড়ছে। চোখ-কান খোলা রাখুন।
এর পাশাপাশি, ভিসা নিয়ে ফের উত্তপ্ত ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ক। কানাডার ভ্যাঙ্কুভারের ভারতীয় কনস্যুলেটের ভিসা ফর্মে শিখ কানাডিয়ানদের লিখিত ভাবে জানাতে হচ্ছে, তারা খলিস্তানপন্থী আন্দোলনকে সমর্থন করেন না।
এর পরে কানাডার খলিস্থানপন্থী নেতা বিক্রমজিৎ সিংহের হুমকি দেন, যদি কানাডায় বসবাসরত শিখদের পর্যটন ভিসা না দেয় দিল্লি, তবে কানাডায় সব ভারতীয় কনস্যুলেট ও দূতাবাস বন্ধ করে দেওয়া হোক।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে জয়সওয়াল গণমাধ্যমকে বলেন, আমরা কাকে ভিসা দেব, কাকে দেব না- এ আমাদের সার্বভৌম সিদ্ধান্ত। যারা আমাদের ছোট করে দেখে, তাদের ভিসা না দেওয়াটাও আমাদের সিদ্ধান্ত।