জাতিসংঘের আহ্বান উপেক্ষা করে রাতভর সিরিয়ায় বিমান হামলা ইসরাইলের


December 2024/Israel attack Syriya.jpg

সিরিয়ায় হামলা বন্ধে জাতিসংঘের মহাসচিবের আহ্বান উপেক্ষা করে রাজধানী দামেস্কে হামলা চালিয়েছে ইসরাইলের বাহিনী। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতভর ব্যাপক বিমান হামলা চালায় ইসরাইলের সামরিক বাহিনী। সংবাদ আল জাজিরার।

Your Image

শুক্রবার রাতে রাজধানী দামেস্কে সিরিয়ার সেনাবাহিনীর চতুর্থ ডিভিশনের সদর দফতর এবং নিকটবর্তী গ্রামাঞ্চলে অবস্থিত একটি রাডার ব্যাটালিয়ন লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল।
 
বাশার আল-আসাদের পতন উদযাপন করতে শুক্রবার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছিল। এ সময় ইসরাইলের বাহিনী হামলা চালায়। তবে, এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
  
গেল রোববার (৮ ডিসেম্বর) ২৪ বছর ধরে শাসন করা স্বৈরশাসক বাশার আল-আসাদকে উৎখাত করে দামেস্ক দখল করে নেয় বিদ্রোহী গোষ্ঠী। এরপরই সিরিয়ার গোলান মালভূমিসহ দক্ষিণ সিরিয়ার বিস্তীর্ণ অংশ দখল করে নেতানিয়াহু বাহিনী। একের পর এক বিমান হামলা চালিয়ে সিরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো গুঁড়িয়ে দেয় তারা। এরপর অগ্রসর হতে থাকে রাজধানী দামেস্কের দিকে। শুক্রবার রাতে সরাসরি দামেস্কে হামলা চালায় ইসরাইলের বাহিনী।
 
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, আসাদ সরকারের পতন হওয়ার পর অস্ত্র ও সামরিক স্থাপনাগুলো যাতে বিদ্রোহীদের হাতে চলে না যায় এবং তাদেরর জন্য হুমকি সৃষ্টি করতে না পারে- এ জন্য তারা অভিযান চালাচ্ছে।
  
ইসরাইলের এমন আগ্রাসী অভিযানের নিন্দা জানিয়েছে সৌদি আরক, কাতার ও ইরাক। এরপর শুক্রবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সিরিয়ায় হামলা বন্ধ করতে আহ্বান জানান। কিন্তু, সেই আহ্বানে কান না দিয়ে শুক্রবার রাতেই দামেস্কে হামলা চালাল আইডিএফ। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×