গোপনে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে নজর রাখছে ‘রাশিয়ার ড্রোন’
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৫:৫৯ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৪
জার্মানিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে অজ্ঞাত ড্রোন উড়তে দেখা গেছে। এছাড়া, অজ্ঞাত ড্রোন দেখা গেছে জার্মানির অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাইনমেটালের বিভিন্ন স্থানেও। সংবাদ স্পিগেল নিউজ ম্যাগাজিনের।
জার্মানির রামস্টেইনে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি ও দেশটির প্রধান অস্ত্র প্রস্তুতকারক রাইনমেটলের আকাশে সন্দেহজনকভাবে ড্রোন উড়ার বিষয়ে শুক্রবার (১৩ ডিসেম্বর) প্রতিবেদন প্রকাশ করে স্থানীয় স্পিগেল নিউজ ম্যাগাজিন।
গোপন সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে তারা জানায়, ৩ ও ৪ ডিসেম্বর এ স্থানগুলোতে বেশ কিছু ড্রোন কয়েক ঘণ্টা ধরে উড়তে দেখা যায়। এমনকি জার্মানির কেমিক্যাল গ্রুপ বিএএসএফের বিভিন্ন স্থানেও অজ্ঞাত এসব ড্রোন দেখা যায়।
বিএএসএফের এক মুখপাত্র জানান, কোম্পানির সুরক্ষার জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছেন তারা।
তবে, এখন পর্যন্ত এ ঘটনার বিষয়ে কোন মন্তব্য করেনি জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এমন ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে পুরো জার্মানিতে। দেশটির গোয়েন্দা সংস্থার প্রধান জানান, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে কিয়েভকে সমর্থন দেয়ায় জার্মানিকে লক্ষবস্তুতে পরিণত করেছে মস্কো। এমনকি দেশের অভ্যন্তরে নাশকতা চালানোর আশঙ্কার কথা উল্লেখ করে সতর্কও করেন তিনি।
ইউক্রেনের জন্য অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাইনমেটালের প্রধান নির্বাহী কর্মকর্তা আরমিন প্যাপারগারকে হত্যার পরিকল্পনা করছে বলে গত জুলাইয়ে প্রতিবেদন করেছিল সিএনএন এবং নিউইয়র্ক টাইমস।