মুক্তিযুদ্ধ, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও ভারতের ভূমিকা নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৮:১৬ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর সাহসিকতাপূর্ণ নেতৃত্বে বাংলাদেশ বিজয়ী হয় বলে মন্তব্য করেছেন ভারতের কংগ্রেসের নেত্রী ও ওয়ানাড়ের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার (১৬ ডিসেম্বর) ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বিজয়কে ‘ভারতীয় বিজয়’ বলে দাবি করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়।
সংসদের প্রথম বারের প্রিয়াঙ্কা গান্ধী বিজয় দিবস উপলক্ষে বলতে উঠে সোমবার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও ভারত সরকারের পক্ষ থেকে কাঙ্ক্ষিত ভূমিকা নিয়ে মুখ খুললেন তিনি।
সোমবার লোকসভায় দাঁড়িয়ে সেই বিজয়ের সেই ঐতিহাসিক মুহূর্ত স্মরণ করেন প্রিয়াঙ্কা। তিনি জানান, যে বীর সেনাদের অনমনীয় সংগ্রাম সেই জয় এনে দিয়েছিল, তাদের তিনি প্রণাম জানাচ্ছেন। সেই সময়ে ভারতের যে আমজনতা বাংলাদেশকে স্বাধীন করতে দেশের সেনা ও নেতৃত্বের সঙ্গে যোগ্য সঙ্গ দিয়েছিল, সেই মহান ভারতবাসীকে তিনি সম্মান জানাচ্ছেন। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাহসিকতাপূর্ণ নেতৃত্ব ও ভূমিকার কথা তুলে ধরেন তিনি।
কথা প্রসঙ্গে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও প্রণাম জানান তারই নাতনি প্রিয়াঙ্কা। তিনি মনে করিয়ে দেন, তৎকালীন পূর্ব পাকিস্তানের ওপর যখন পশ্চিম পাকিস্তানের সেনারা নিদারুণ অত্যাচার চালাচ্ছে, তখন বাকি বিশ্ব শুধু দর্শকের ভূমিকা পালন করলেও (প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন) তৎকালীন ভারত সরকার ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশকে রক্ষা করতে।
প্রিয়াঙ্কা বলেন, ‘অত্যন্ত কঠিন পরিস্থিতিতেও সাহস দেখিয়েছিলেন এবং এমন নেতৃত্ব প্রদর্শন করেছেন; যা দেশটিকে বিজয়ী করে।’
লোকসভায় ভাষণে ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির সেনাবাহিনীর সদরদপ্তরে ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের মুহূর্তের দৃশ্যের একটি চিত্রকর্ম সরিয়ে ফেলার অভিযোগ করেন তিনি।
প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘দ্বিতীয় বিষয় হল, পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করছেন- এমন একটি চিত্রকর্ম আজ সেনাবাহিনীর সদরদপ্তর থেকে সরিয়ে ফেলা হয়েছে।
এর আগে ভারতের সেনাবাহিনী বিষয়টি পরিষ্কার করে জানায়, চিফ অব আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আইকনিক ১৯৭১ সারেন্ডার পেইন্টিং নামের চিত্রকর্মটি নয়াদিল্লির মানেকশ সেন্টারে স্থাপন করেছেন।
আইকনিক এই চিত্রকর্মটিতে বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকায় ভারতীয় পাকিস্তানি সৈন্যদের আনুষ্ঠানিক আত্মসমর্পণের দৃশ্য তুলে ধরা হয়েছে। বিজয় দিবস উপলক্ষে ওই চিত্রকর্মটি মানেকশ সেন্টারে স্থাপন করেছে ভারতের সেনাবাহিনী।