রুশ পারমাণবিক সুরক্ষা বাহিনীর সিনিয়র জেনারেল নিহত
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০১:৪৪ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৪
মস্কোতে বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা সিনিয়র জেনারেল নিহত হয়েছেন। এমনটি নিশ্চিত করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম।পরমাণু, জৈবিক, রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর (এনবিসি) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে আবাসিক ব্লক ছেড়ে যাচ্ছিলেন যখন একটি স্কুটারে লুকানো একটি ডিভাইস বিস্ফোরিত হয়েছিল, রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে। এতে আরও বলা হয়, কিরিলোভের সহকারীও নিহত হয়েছেন।
অক্টোবরে, যুক্তরাজ্য কিরিলোভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। বলেছিল যে তিনি ইউক্রেনে রাসায়নিক অস্ত্রের ব্যবহার তদারকি করেছিলেন এবং 'ক্রেমলিনের বিভ্রান্তির জন্য একটি গুরুত্বপূর্ণ মুখপাত্র' হিসাবে কাজ করেছিলেন।