বাংলাদেশিদের রেকর্ড হারে ভিসা দিচ্ছে সৌদি আরব, নেপথ্যে যে কারণ


December 2024/Visa Saudi.jpg

বর্তমানে বাংলাদেশিদের জন্য প্রতিদিন রেকর্ড চার হাজার থেকে ছয় হাজার শ্রম ভিসা ইস্যু করছে সৌদি আরব। সামনের দিনে এই ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সংসাদ গাল্ফ নিউজের।

Your Image

গেল মাসে বাংলাদেশ থেকে ৮৩ হাজার শ্রমিক নিয়োগ দেয় সৌদি আরব, যা বিশ্বব্যাপী যে কোন দেশের জন্য এক মাসে সর্বোচ্চ নিয়োগের রেকর্ড। সৌদি আরবের উচ্চাকাঙ্ক্ষী ভিশন ২০৩০ প্রকল্পের আওতায় উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার কারণে শ্রমিকদের এই চাহিদা বেড়েছে।

বর্তমানে বেশ কয়েকটি বড় ধরনের অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। যার মধ্যে রয়েছে ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ ও ২০৩০ সালের রিয়াদ এক্সপো। পাশাপাশি, বিমানবন্দর, রেলপথ ও স্টেডিয়ামের মত বড় পরিকাঠামো প্রকল্পও পরিচালিত হচ্ছে। এই উদ্যোগগুলো দ্রুত বাস্তবায়ন করতে মধ্যপ্রাচ্যের তেল প্রধান ধনী দেশটিতে একটি বৈচিত্র্যময় শ্রমশক্তির প্রয়োজনীয়তা তৈরি করেছে।

এ ছাড়া, শুভেচ্ছ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশকে ৩৭২ টন মাংস অনুদান দিয়েছে সৌদি আরব। 

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এই মাংস দেশের ৬৪ জেলার ৯৫টি এলাকার অনাথ, মাদরাসা ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×