ইউনূস ও শাহবাজের বৈঠক: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ-পাকিস্তান
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৩:৪২ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৪
দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে একমত হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মিশরের রাজধানী কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। ডি-৮ সম্মেলনে যোগ দিতে বুধবার (১৮ ডিসেম্বর) মিশরে যান মুহাম্মদ ইউনূস।
এর আগে কায়রোতে মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রী জাম্বরি আব্দুল কাদির।
মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠেয় ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে কায়রোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
সম্মেলনে ড. ইউনূসের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি উপস্থিত থাকবেন। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক হয় তার।
ডি-৮ (ডেভেলপিং এইট) অর্থনৈতিক সহযোগিতা সংস্থার ২০২৪ সালের শীর্ষ সম্মেলন কায়রোতে অনুষ্ঠিত হচ্ছে। মিশর এ সম্মেলনে অংশ নিতে মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানায়।