দাবি ট্রাম্পের: বহু কানাডিয়ান চান দেশটি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়ে যাক


December 2024/Trump.jpg
ডোনাল্ড ট্রাম্প

প্রতিবেশী কানাডাকে যুক্তরাষ্ট্রের একটি অংশ করে নেয়ার ‘ধারণাটি দারুণ’ এবং কানাডার বহু নাগরিক সেটি চান বলে দাবি করেছেন নতুন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Your Image

বুধবার (১৮ ডিসেম্বর) নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমন দাবি করেন তিনি।
 
ট্রাম্প বলেন, ‘কেউ উত্তর দিতে পারে না যে, কেন আমরা কানাডাকে বছরে দশ কোটি ডলারেরও বেশি ভর্তুকি দেই? অনেক কানাডিয়ান চান কানাডা (যুক্তরাষ্ট্রের) ৫১তম অঙ্গরাজ্য হয়ে যাক। এটি কর ও সামরিক সুরক্ষার ক্ষেত্রে অনেক খরচ বাঁচাবে। আমি মনে করি, এটি একটি দারুণ ধারণা। ৫১তম অঙ্গরাজ্য!!!’
 
সংবাদ মাধ্যম পলিটিকো বলছে, ‘সম্প্রতি কানাডা ও জাস্টিন ট্রুডোর সরকারকে ট্রাম্পের খোঁচা দেয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগ করার পর সোমবারও তিনি এমন কাজ করেছেন।’ 
 
সেদিন ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘অর্থমন্ত্রী পদত্যাগ করায় মহান অঙ্গরাজ্য কানাডা হতবাক হয়ে গেছে, অথবা গভর্নর জাস্টিন ট্রুডো তাকে তার পদ থেকে বহিষ্কার করেছেন। তার (ফ্রিল্যান্ডের) আচরণ পুরোপুরি বিষাক্ত ছিল এবং তা অত্যন্ত অসুখী কানাডার নাগরিকদের জন্য ভাল চুক্তি করার পক্ষে মোটেই সহায়ক ছিল না। তার অভাব কেউ বোধ করবে না!!!’
 
প্রসঙ্গত, গেল নভেম্বরের শেষ দিকে ট্রুডোর সঙ্গে বৈঠক করার পর থেকে কানাডার প্রধানমন্ত্রীকে ‘মহান অঙ্গরাজ্য কানাডার গভর্নর’ ডাকা শুরু করেছেন ট্রাম্প।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×