রাশিয়ার আরও আগে ইউক্রেনে আক্রমণ করা উচিৎ ছিল: পুতিন


News Defalt/Putin-768x432.jpg
ইউক্রেনে আরও আগে আক্রমণ শুরু করা উচিৎ ছিল রাশিয়ার বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর রয়টার্স।

সংবাদ সম্মেলনে পুতিন জানান, দেরি না করে আরও আগেই এই অভিযান শুরু করার সিদ্ধান্ত নিতে হতো। এছাড়াও আগেই কেনো ইউক্রেন অভিযানের প্রস্তুতি নেননি। সেটা নিয়ে কিছুটা আফসোসও করেন তিনি।

প্রেসিডেন্ট পুতিন বলেন, যদি সবকিছু আবার সুযোগ থাকতো, তাহলে পুরো বিষয়টি অন্যভাবে শুরু করতেন তিনি। ভালো করে প্রস্তুতি নেয়ার সময় দিতেন সেনাদের। এসময়, নিজের ওপর যুদ্ধের প্রভাব নিয়েও কথা বলেন তিনি।
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×