প্রথম বার রাশিয়ার অনেক ভেতরে ইউক্রেনের ড্রোন হামলা


December 2024/Drone Ucrain.jpg

রাশিয়ায় ফের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে তাতারস্তানের কাজান শহরের একাধিক উঁচু ভবনে আঘাত হেনেছে এসব ড্রোন। শহরটি সীমান্ত থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি ভেতরে অবস্থিত। যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার ভেতরে ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন। তবে, এবারই প্রথম এতটা ভেতরে আঘাত হেনেছে ড্রোন।

Your Image

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার কথা স্বীকার করেছে। জানিয়েছে, মস্কো থেকে প্রায় ৮০০ কিলোমিটার (৫০০ মাইল) পূর্বে অবস্থিত শহর কাজানে শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাতটা ৪০ মিনিট থেকে নয়টা ২০ মিনিটের মধ্যে তিন দফায় ড্রোন হামলা হয়েছে।
 
তাতারস্তান আঞ্চলিক সরকারের প্রেস অফিস জানিয়েছে, হামলায় আটটি ড্রোন ব্যবহার করা হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, ‘এর মধ্যে ছয়টি ড্রোন আবাসিক ভবনে আঘাত হানে। একটি শিল্প স্থাপনায় আঘাত হানে এবং আরেকটি নদীর ওপরে গুলি করে ধ্বংস করা হয়।’
  
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ইউক্রেন তার নিরাপত্তা নীতি মেনে হামলার কথা স্বীকার করেনি। হামলার পর কাজান বিমানবন্দরে বিমানের ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। যা রাশিয়ার বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা রোসাভিয়েতসিয়া এক টেলিগ্রাম বার্তায় নিশ্চিত করে।
 
কয়েক সপ্তাহ আগে এই কাজান শহরেই বসেছিল ব্রিকস শীর্ষ সম্মেলন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডন্ট শি জিনপি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানরা ওই শীর্ষ সম্মেলনে যোগ দেন।
 
শনিবারের হামলার কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, বড় আকারের ড্রোনগুলো সরাসরি বহুতল ভবনে আঘাত হেনে ধ্বংস হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে দাউদাউ করে জ্বলছে আগুন। প্রাণ বাঁচাতে পাগলের মত ভবনগুলো থেকে বেরিয়ে রাস্তায় জড়ো হচ্ছেন বাসিন্দারা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×