ভারতে আট বাংলাদেশি নাগরিক গ্রেফতার


December 2024/Bangladeshi.jpg

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র থেকে আট বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। অবৈধ উপায়ে বসবাসের অভিযোগে রাজ্যের থানে জেলা থেকে ওই বাংলাদেশিদের গ্রেফতারর করা হয়। সংবাদ টাইমস অব ইন্ডিয়ার। 

Your Image

বৈধ নথিপত্র ছাড়া ভারতে বসবাসের অভিযোগে মহারাষ্ট্রের থানে জেলায় আট বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ গত শনি (২১ ডিসেম্বর) ও বোরবার থানে জেলার ভিওয়ান্ডি শহরের কালহার ও কোনগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতে বসবাসের বৈথ নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এক নারীসহ আট বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বয়স ২২-৪২ বছরের মধ্যে।

পুলিশ বলছে, ‘গ্রেফতার বাংলাদেশিরা ভারতে বসবাসের বৈধ নথিপত্র দেখাতে পারেননি। যে কারণে তাদের গ্রেফতার করা হয়েছে।’

থানে পুলিশ বলেছে, ‘গ্রেফতারের পর ওই বাংলাদেশিদের বিরুদ্ধে ভারতীয় বিদেশি নাগরিক আইন ও ভারতীয় পাসপোর্ট আইনের আওতায় মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন শ্রমিক, একজন রাজমিস্ত্রি ও একজন প্লাম্বারের কাজ করতেন। এছাড়া বাকি তিনজন ভাঙারি মাল বিক্রি করতেন।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×