তসলিমা নাসরিনের ‘লজ্জা’র প্রদর্শনী মানা মমতার


December 2024/Taslima.jpg
তসলিমা নাসরিন

ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের উপন্যাস ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটক নিষিদ্ধ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Your Image

সম্প্রতি বেশকিছু গণসংগঠন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের লেখা ‘লজ্জা’ উপন্যাস অবলম্বনে নাটকটি পশ্চিমবঙ্গজুড়ে মঞ্চস্থ করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে, এর আগেই নাটকটি নিষিদ্ধ ঘোষণা করলেন মমতা। রাজ্যে যাতে কোন রকম অস্থিরতা সৃষ্টি না হয়, তার জন্যই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত।

মমতার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সামাজিক মাধ্যমে তসলিমা নাসরিন লিখেছেন, ‘মমতা ব্যানার্জী আজ আমার ‘লজ্জা’ নাটকটি পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করলেন। হঠাৎ পুলিশ এসে জানিয়ে দিল, সব নাটক মঞ্চস্থ হবে শুধু এটা ছাড়া।’

তিনি আরও লেখেন, ‘গোবরডাঙা আর পান্ডুয়ায় এই নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল। যার জন্য দুই মাস ধরে বিজ্ঞাপন দেওয়াও হচ্ছে। কিন্তু হঠাৎই পুলিশ জানিয়েছে, এই নাটক চলবে না। তাতে রাজ্যে অস্থিরতা তৈরি হতে পারে।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের সঙ্গে মোটেই সুসম্পর্ক নেই তসলিমা নাসরিনের। 

তৃণমূল নেতা ও রাজ্যের নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম সম্প্রতি বলেছেন, ‘ধুর, ও (তসলিমা) আবার মানুষ নাকি, ধরি না ওকে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×