যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন হাসপাতালে ভর্তি
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৪:৫৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডেমোক্রেটিক পার্টির এই নেতা জ্বরে আক্রান্ত হওয়ার পর সোমবার (২৩ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।
ডেমোক্রেটিক পার্টির মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অ্যাঞ্জেল উরেনা বলেন, ‘জ্বরে আক্রান্ত হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য সোমবার বিকালে সাবেক প্রেসিডেন্ট ক্লিনটনকে জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।’
পোস্টে বিস্তারিত আর কিছু জানাননি উরেনা। তবে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শিগগিরই ক্লিনটনের অবস্থা স্থিতিশীল ও শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
ক্লিনটনের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের শারীরিক অবস্থা ‘উদ্বেগজনক’ নয় এবং শিগগিরই তিনি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন বলে আশা করা হচ্ছে।’
ক্লিনটনের বয়স বর্তমানে ৭৮ বছর। চলতি বছরে বেশ কয়েক বার তাকে শারীরিক সমস্যার মুখে পড়তে হয়েছে। এর আগে ২০২১ সালের অক্টোবরে রক্তের সংক্রমণে কারণে ক্লিনটনকে পাঁচ রাত হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। এছাড়া ২০০৪ সালে ৫৮ বছর বয়সে তার হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তাকে জীবনযাপনের ধারা পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা।
যুক্তরাষ্ট্রে ১৯৯৩-২০০১ সাল পর্যন্ত দুই মেয়াদে ক্ষমতায় ছিলেন বিল ক্লিনটন। তিনি দেশটির দ্বিতীয় সর্বোচ্চ কমবয়সী প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সবচেয়ে কম বয়সে প্রেসিডেন্ট হয়েছিলেন বারাক ওবামা।