পাকিস্তানের বিমান হামলায় ৪৬ জন নিহতের দাবি আফগানিস্তানের


News Defalt/4_20241226_090626992.jpg

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তান। বুধবার (২৫ ডিসেম্বর) তালেবানের ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত এ তথ্য জানিয়েছেন।

Your Image

তবে, এর আগে মঙ্গলবারের ওই বিমান হামলায় দেশটির গণমাধ্যমের খবরে নিহতের সংখ্যা ১৫ বলে উল্লেখ করেছিল। পাকিস্তান সরকার এবং সামরিক কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। খবর দ্য টেলিগ্রাফের।

গত মঙ্গলবার আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় পাকিস্তান। এতে নারী ও শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।

আফগানিস্তানের গণমাধ্যম খামা প্রেসের রিপোর্ট অনুসারে, পাকতিকা প্রদেশের বারমাল জেলার লামানসহ সাতটি গ্রাম লক্ষ্য করে মঙ্গলবার রাতে এসব বিমান হামলা চালায় পাকিস্তান। এই হামলায় একটি পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, পাকিস্তানের যুদ্ধবিমান এই বোমা হামলার জন্য দায়ী। প্রতিবেদনগুলোতে ইঙ্গিত দেয়া হয়েছে, বিমান হামলায় বারমালের মুর্গ বাজার গ্রামটি ধ্বংস হয়ে গেছে।

পাকিস্তানের ওজিরিস্তান অঞ্চল থেকে আসা রিফিউজিদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয় বলে তুর্কি গণমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বিমান হামলার ফলে বেসামরিক মানুষ গুরুতর ভাবে হতাহত হয়েছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে, যা এই অঞ্চলে চলমান উত্তেজনাকে আরো বাড়িয়ে দিয়েছে। হামলার পর উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত করতে এবং হামলার দায় স্পষ্ট করতে আরও তদন্ত প্রয়োজন বলে খামা প্রেস রিপোর্ট করেছে।

আফগান ভূখণ্ডে পাকিস্তানের এই হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল যখন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে আফগানিস্তানের মাটিতে পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত জঙ্গিদের উপস্থিতি নিয়ে উভয় দেশের মধ্যে উত্তেজনা রয়েছে।

প্রসঙ্গত, পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বাড়িয়েছে। আর পাকিস্তান এই জঙ্গিদের আশ্রয় দেয়ার বিষয়ে দীর্ঘদিন ধরেই আফগান তালেবানকে অভিযুক্ত করে আসছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×