এ বছর কমছে হজের খরচ


October 2/a115fbf5a84ca9ab28f6023dbe8cc341-66752d863f2f6.jpg
এ বছর হজের জন্য খরচ সবমিলিয়ে ৫০ হাজার টাকার বেশি কমতে পারে বলে ধারণা করছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তবে চূড়ান্ত প্যাকেজ ঘোষণা করা হবে আগামীকাল বুধবার। ওই সময় জানা যাবে বিস্তারিত।

এর আগে আজ মঙ্গলবার জানা যায়, বুধবার হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। এই সভা থেকেই ২০২৫ সালের হজ প্যাকেজ চূড়ান্ত করা হবে। 

এবার মক্কার কাছাকাছি একটি প্যাকেজ এবং মক্কা থেকে দূরে এমন দুটি প্যাকেজ ঘোষণা করা হবে। ধর্ম মন্ত্রণালয় বলছে, যারা মক্কা থেকে দূরে থাকবেন তাদের খরচ বেশি কমবে। তবে যারা মক্কার কাছাকাছি থাকবেন তাদের খরচ কমবে তুলনামূলক কম। 

২০২৪ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা এবং বিশেষ প্যাকেজে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা খরচ হয়েছিল। আর বেসরকারিভাবে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা এবং বিশেষ প্যাকেজে ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা খরচ ছিল।
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×