কলকাতায় তৃতীয় বিশ্ব সিলেট উৎসব শুরু শুক্রবার


2020/01/hu-hi-hiuh.jpg

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও কানাডার টরন্টোর পর এবার বিশ্ব সিলেট উৎসব হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়। দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে যোধপুর পার্ক বয়েজ স্কুল প্রাঙ্গণে তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন হবে শুক্রবার। তৃতীয়বারের মতো এ উৎসবে ভারত, বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী সিলেটিরা অংশ নেবেন।

Your Image

 

বৃহস্পতিবার যোধপুর পার্ক বয়েজ স্কুল প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরেন আয়োজক সংগঠনের সভাপতি প্রদোশ রঞ্জন দে। এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সম্পাদক বাপ্পু এন্দো, সাংস্কৃতিক সম্পাদক দীপ্তা দে, মিডিয়া কনভেনর রক্তিম দাশ, অল ইন্ডিয়া শ্রীহট্ট সম্মিলনীর সভানেত্রী কৃষ্ণা দাস, সাকি চৌধুরী (জার্মানি), শেখর চৌধুরী (কানাডা), সাইফুল ইসলাম সুমন (বাংলাদেশ) প্রমুখ।


ঢাকাওয়াচ/স ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×