তুহিন মাহামুদের কবিতা অজানা
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৭:১৬ পিএম, ২৪ জানুয়ারী ২০২৪
ভুল পথে হেটেছি বন্ধু
বহুকাল ধরে।
আজও পাইনি সঠিক ঠিকানা
ভুল পথের তরে।
ভুল স্বপ্ন দেখছি বন্ধু
কৈশর জীবন থেকে।
জেগে দেখি সব কিছুই
দু:স্বপ্নে গ্যাছে ঢেকে।
ভুল সম্পর্ক গড়েছি বন্ধু
যাকে আপন ভেবে।
বিপদকালে চেয়ে দেখি সে,
চলে গেছে আমায় ছেড়ে।
বন্ধু! তুমিও একদিন যাবে চলে
রঙ্গিন আলোর মাঝে।
হয়তো সেদিন আর লেখা হবে না
এ হৃদয়ের কথা জগতের মাঝে।
ঢাকাওয়াচ/টিআর