বইমেলায় নঈম নিজামের ‘আপনজনদের বেইমানিতে পতন সিরাজউদ্দৌলার’


2024/02/book-20240211131106.jpg

অমর একুশে বইমেলায় এসেছে সাংবাদিক ও কলাম লেখক নঈম নিজামের নতুন বই ‘আপনজনদের বেইমানিতে পতন সিরাজউদ্দৌলার’। বইটি প্রকাশ করেছে অন্বেষা প্রকাশন।

Your Image

বইটিতে স্থান পেয়েছে মোট ৩১টি রচনা। উঠে এসেছে সমকালীন রাজনীতি, অর্থনীতি, ইতিহাস ও সমাজ-সংস্কৃতির বিভিন্ন প্রসঙ্গ। রয়েছে বাংলাদেশের স্বাধীনতার আগে-পরের ইতিহাসের অনেক অজানা অধ্যায়।

 

অন্বেষার প্রকাশক মো. শাহাদাত হোসেন বলেন, ‘এ বছর অন্বেষা থেকে ৫০টিরও বেশি নতুন বই প্রকাশ করেছি। এর মধ্যে পাঠক চাহিদায় এগিয়ে রয়েছে ‘আপনজনদের বেইমানিতে পতন সিরাজউদ্দৌলার’ বইটি। দেশের খ্যাতনামা সাংবাদিক নঈম নিজামের পাঠকপ্রিয় কলাম থেকে নির্বাচিত লেখাগুলো নিয়ে বইটি সাজানো হয়েছে। রাজনৈতিক পালাবদল ও মানবজীবনের উত্থান-পতনের গল্প বইটির বিশেষ আকর্ষণ।’

বইটির প্রচ্ছদ করেছেন শাকীর এহসানুল্লাহ। মূল্য ৪৭০ টাকা। পাওয়া যাচ্ছে বইমেলায় অন্বেষা প্রকাশনের ২৭ নাম্বার প্যাভিলিয়নে।


ঢাকাওয়াচ/টিআর ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×